দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দৈনিক জনকন্ঠ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদুল আনামের পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৮২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার ঈদগাহ্ চত্বরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের গার্ড অব অর্নার শেষে ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অর্নার প্রদানকালে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর থানার সেকেন্ড অফিসার অরুন কুমারসহ গার্ড অব অর্নার দল। এরআগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানান, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হৃদরোগে আক্রান্ত হলে তাকে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ি আল্লারদর্গা চামনাই গ্রাম থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক সাইদুল আনামের পিতার দাফনে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। দাফন শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এল//