Print Date & Time : 10 May 2025 Saturday 10:56 pm

সাংবাদিক সালামের ইন্তেকাল

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: চলে গেলেন খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী আব্দুস সালাম। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। 

রোববার (৩১ জুলাই) সকাল ৯ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান, এসএম বাবুল আক্তার, রবিউল ইসলাম,আব্দুল গফুর, রাবিদ মাহমুদ চঞ্চল, আসাদুল ইসলাম, ফসিয়ার রহমান, শেখ সেকেন্দার আলী, একে আজাদ, আব্দুল মজিদ, শেখ আব্দুল গফুর, পলাশ কর্মকার, আসলাম হোসেন, আশরাফুল ইসলাম সবুজ, আমিনুল ইসলাম বজলু প্রমুখ।

আর//দৈনিক দেশতথ্য//৩১ জুলাই-২০২২//