শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: আজ ২৭ জুন। খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির সম্পাদক, খুলনা
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর
বালুর ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এ দিনে নগরীর শান্তিধাম মোড়ে
দৈনিক জন্মভূমি কার্যালয়ের সামনেই সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন
তিনি।
প্রতিবছরের ন্যায় সাংবাদিক বালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা
প্রেসক্লাবে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং ক্লাবের
হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দৈনিক জন্মভূমি ও দৈনিক রাজপথের দাবি পরিবার প্রতি বছরের ন্যায়
এবারেও শহীদ হুমায়ুন কবীর বালুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, নগরীর বসুপাড়া
কবরস্থানে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এর আগে, ২০২১ সালের ১৮ জানুয়ারী সাংবাদিক হুমায়ূন কবির বালু হত্যা মামলায়
জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের জজ সাইফুজ্জামান হিরো
বিস্ফোরক অংশের রায় দেন। রায়ের পর্যবেক্ষণে তিনি উল্লেখ করেন, জনযুদ্ধই এ
হত্যাকান্ডের সাথে জড়িত। মামলায় ৫৮ জন সাক্ষীর মধ্যে মাত্র ৮ জন সাক্ষ্য
দেন। তার আত্বীয় স্বজনরা স্বাক্ষী দেননি। বিস্ফোরক অংশের রায়ে জাহিদ
গাজী, খোঁড়া নজরুল, স্বাধীন, মাসুম ওরফে জাহাঙ্গীর (পলাতক) ও সাদিকুর
রহমান রিপনের যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মামলার রায়ের পূর্বেই তথাকথিত মার্কসবাদী নেতা, জনযুদ্ধের প্রধান আঃ রশিদ
মালিথা ওরফে তপন ক্রসফায়ারে নিহত হয়। হত্যা মামলা অংশের রায়ে ৬ জন আসামি
বেকসুর খালাস পায়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post