মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে আগামী ১১জুন’২০২৩ থেকে অবিরাম ধর্মঘট সফল করার লক্ষ্যে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলার নেতৃবৃন্দ।
গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র সাথে সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় করে সমিতির নেতৃবৃন্দ তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি তুলে ধরে স্মারকলিপি পেশ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম,হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ইনটেলিজেন্স) মো. আমির হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রণজিৎ কুমার নাথ, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারন সম্পাদক ও শিক্ষক সংগ্রাম কমিটির আহবায়ক শিমুল কান্তি মহাজন, বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ) হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ফিরোজ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাকসুদুল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগ্রাম কমিটির আহবায়ক মো. চাঁন মিয়া, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. গিয়াসউদ্দিন, নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহরলাল দেব নাথ,চারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শফিউল আলম, পশ্চিম দেওয়াননগর সন্দ্বীপ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহীদুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক মো.মহিমউদ্দীন, বাংলাদেশ স্কাউটস হাটহাজারী উপজেলার সম্পাদক সেলিম উদ্দীন, উপজেলা কমিটির সদস্য মো. জামাল, মো.সরোয়ার প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post