নিজস্ব প্রতিবেদক ॥ মিলন কুমার মৈত্র(৪২), পিতা-মৃত সরোজ কুমার মৈত্র, সাং-চৌড়হাস, থানা+জেলা-কুষ্টিয়া গত ৩০/০৯/২০২১ইং সন্ধ্যা ০৭.০০ঘটিকার সময় তাহার বিকাশ এজেন্ট নং হইতে হ্যাকাররা কৌশলে টাকা নিয়ে নেয়। এ সংক্রান্তে তিনি কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারন ডাইরী করেন। পরবর্তীতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা ও নির্দেশে জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইউনিটের সদস্য কর্তৃক ২২/১২/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকার সময় ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। অতঃপর অদ্য ২৩/০৪/২০২১ তারিখ দুপুর ১২.৪০ ঘটিকায় পুলিশ সুপার মহোদয় উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। বাদীর অনেক কষ্টে উপার্জিত বর্ণিত টাকা পুলিশ সুপার মহোদয়ের সদিচ্ছায় উদ্ধার করে দেওয়ায় মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং জেলা পুলিশ, কুষ্টিয়া’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

Print Date & Time : 24 August 2025 Sunday 9:16 am