চট্টগ্রাম প্রতিনিধিঃ ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার (১৪ ডিসেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষ্যে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকাল সাড়ে ৯টা থেকে সর্বশেষ অনুশীলনে নামে বাংলাদেশ। দলের সঙ্গেই মাঠে নেমেছিলেন টেস্ট অধিনায়ক। কিন্তু অনুশীলনে নামার আগে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
জানা গেছে, প্রথম টেস্টের আগে অস্বস্তিতে ভুগছেন বাঁহাতি অলরাউন্ডার। ৭ নভেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে কাঁধে চোট পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছেন তিনি। এ জন্য দলের সঙ্গে থাকলেও গতকাল অনুশীলনে যোগ দেননি।
আজও এসেছিলেন দলের সঙ্গে। তবে অনুশীলন করতে পারেননি। বিসিবি সূত্র থেকে জানা গেছে, ঢাকায় স্ক্যান করা হলেও চোটের জায়গায় কোনো চিড় বা ক্ষত দেখা যায়নি। তবে ব্যথামুক্ত না হওয়ায় দ্বিতীয়বার স্ক্যান করতে আজ তাকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও বুধবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা নেই বলে জানা গেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post