নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে যেমন ব্যর্থ, তেমন ব্যর্থ সাগর-রুনি হত্যার বিচারে সরকার। যে সরকার জনগনের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ, সে সরকার স্বাধীনতা বিরোধীদের চেয়েও নিকৃষ্ট।
গতকাল ১২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ‘সাগর-রুনি হত্যার ১০ বছরে রাষ্ট্রের ব্যর্থতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। তোপখানা রোডস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান নূরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় নতুনধারার রাজনীতিকগণ বলেন, নির্মম হত্যাকান্ডের পর ১০ বছরে ৮৬ বার মামলার রায় পিছিয়েছে অথচ বিচার হয়নি। কারণ একটিই আর তা হলো- সরকারের একটি অংশ সাহর-রুনির হত্যার বিচার চায় না। কিন্তু নতুন প্রজন্ম এই হত্যাকান্ডের বিচার চায়, চায় সাংবাদিক হত্যার মত জঘণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি।

Print Date & Time : 22 August 2025 Friday 2:02 am