রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার ও তার পিতা ইব্রাহিম মজুমদারকে ২০১৭ সালের কষ্টিপাথর মূর্তি চুরির মামলায় পুরাকীর্তি আইনে কারাগারে পাঠিয়েছে আদালত।
গত (২১ মে) লক্ষ্মীপুর দায়রা জজ আদালতের বিচারক শাহিন উদ্দিন এ রায় দিয়ে তাদের কারাগারে প্রেরণ করেন।
এসময় এক লক্ষ টাকা জরিমানা, ৩ মাসের জেল সহ অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদন্ড আদেশ প্রদান করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) জসিম উদ্দিন।
এদিকে সোমবার, দুপুর ১২টায় অভিযুক্ত আব্দুস সাত্তার মজুমদারের পরিবারের খোঁজখবর ও তার পরিবারকে শান্তনা দিতে তার বাডিতে আসেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোশারফ হোসেন দীপ্ত, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া, জলবায়ু বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিশির, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ, সদস্য সোহেল আলম, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়নসহ বিএনপি নেতাকর্মীরা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের (১০ জুলাই) পুলিশি অভিযানের ভিত্তিতে যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদার এর বসত ঘর থেকে মূল্যবান কষ্টি পাথর উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ইব্রাহিম মজুমদার তার ছেলে আব্দুস সাত্তার মজুমদার ও সুমন মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর গত (২১ মে) আসামীগণকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেই সাথে এক লক্ষ টাকা জরিমানা ও তিন মাসের জেল দেওয়া হয় তাদের।
এসময় এলাকাবাসী ও সচেতন মহলের মন্তব্য বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ মাদক, চোরাকারবারিসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের আশ্রয় প্রদান করেন। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এসকল ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দিলে দল প্রশ্নবিদ্ধ হবে। এদিকে এই চুরির ঘটনায় সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তার মজুমদারের বিষয়টি ভিন্ন দিকে ধাবিত করতে যুবদলের জেলা ও কেন্দ্রীয় নেতারা অতিউৎসাহী হওয়া দুঃখজনক বলে দাবি করছেন সচেতন মহল।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post