Print Date & Time : 10 September 2025 Wednesday 5:42 am

সাজিদ হত্যার বিচার না হলে ক্যাম্পাস অচল করার হুঁশিয়ারি

ইরফান উল্লাহ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদ হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে তালা দিয়ে অচল করে দিতে বাধ্য হবো, যা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে থাকবে।”

সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্ত ও বিচার অতি দ্রুত নিশ্চিত করা এবং শাখা ছাত্রশিবির প্রদত্ত ২৪ দফা সংবলিত স্মারকলিপির ১১০ টি প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

এসময় ইউসুব আলী বলেন, “সাজিদ আব্দুল্লাহকে শুধু মাত্র একজন শিক্ষার্থী হিসেবে নয়, আপনার নিজের সন্তান হিসেবে ভাবুন। যদি আপনার সন্তান হত্যার শিকার হত, আপনি কি এভাবে চুপ করে বসে থাকতেন? আমরা আশা করেছিলাম নতুন প্রশাসন আসার পর শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হবে, কিন্তু আমাদের ভাইয়ের হত্যার বিচার হয়নি প্রায় দুই মাস পরও কোনো সঠিক তদন্ত হয়নি।”

শাখা ছাত্রশিবির প্রদত্ত দাবি সম্পর্কে তিনি বলেন, “গত আগস্ট মাসে আমরা ২৪ দফা দাবিসহ ১১০টি প্রস্তাবনা দিয়েছিলাম, যার কিছু বাস্তবায়ন হয়েছে বলে প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে অধিকাংশ ছাত্রবান্ধব প্রস্তাবনা এখনো বাস্তবায়িত হয়নি। প্রশাসনকে আমরা বলছি, মুখে কথা দিয়ে নয়, বাস্তব পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করুন।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সেক্রেটারি ইউসুব আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফী, আন্তর্জাতিক ও এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলি ও শতাধিক শিক্ষার্থীরা।