Print Date & Time : 3 August 2025 Sunday 9:05 am

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের কেঁওচিয়ার মাদারবাড়ি ড্রিম হাউস কমিউনিটি সেন্টারের সামনে পিকআপ ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরবাইকের দুই আরোহী নিহত হন।

নিহতরা হলেন— বরিশাল উজিরপুর কাউরেখা এলাকার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগি (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট এলাকার ইউনুচ আলীর ছেলে আরিফ হোসেন।

এদের মধ্যে মনমত বৈরাগী রয়েল নামে একটি কোম্পানিতে সেলস অফিসার হিসেবে কর্মরত, আরিফ হোসেন চাকরি করেন অন্য আরেকটি কোম্পানিতে। তারা লোহাগাড়ায় যাচ্ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, পিকআপ চালক দুর্ঘটনার পর গাড়ি রেখে পালিয়েছে। গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক দেশতথ্য//এইচ//