Print Date & Time : 6 July 2025 Sunday 9:55 pm

সাতক্ষীরায় সাপের কামড়ে একজনের মৃত্যু

সাতক্ষীরা কালীগঞ্জ সাপের কামড়ে সিরাজুল ইসলামে (৩৪) এর মৃত্যু হয়েছে। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত্যু পিয়ার আলীর পুত্র।

পারিবারিক সূত্রে জানাগেছে, সিরাজুল ইসলাম শুক্রবার (১২ মে) দুপুরে বাড়ির পাশে পাটখেতে পানি দিতে যায়। এসময়ে খেতের আইলে গর্ত থেকে তাকে বিষধর সাপে কামড় দিয়। তৎক্ষনাৎ তার ভাই সিরাজুলকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে স্থানীয় গুনিন এর নিকটে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। তার মরাদেহ রাত সাড়ে ৮টায় বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। তিন কন্যা সন্তানের জনকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//