Print Date & Time : 1 August 2025 Friday 4:58 pm

সাতক্ষীরার স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৬ আগস্ট) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা এলাকার বটগাছতলা পাকারাস্তা থেকে উক্ত স্বর্ণের বারসহ আটক ব্যক্তির নাম মোঃ ফারুক হোসেন (৪২)।
সে কলারোয়ার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। আটক স্বর্ণের বারের মূল্য ৫৭ লাখ ৭৩, হাজার ৭৪৩ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়াটারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ আগষ্ট কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি’র এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার হবে।

উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্বে একটি মোঃ ফারুক হোসেনকে আটক করে এবং আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম।

আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

//এস//