Print Date & Time : 30 July 2025 Wednesday 3:24 am

সাতক্ষীরায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৫

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় মারা গেছেন একজন।

মৃতের নাম গোলাম (৫০)। তিনি কালিগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৩ জন চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া বিভিন্ন সময়ে ৮৫ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে রেফার করা হয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৯৯ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৫ জন। মারা গেছে ৮ জন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন কালিগঞ্জের গোলাম। গতকাল সকালে তিনি মৃত্যুবরণ করেন।

দৈনিক দেশতথ্য//এইচ/