Print Date & Time : 7 September 2025 Sunday 3:39 am

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মনিরুজ্জামান জুলেট ,সাতক্ষীরার তালায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) নামের দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন সুজন গাজী (২৫) নামে আরও একজন। নিহত দুই সহোদর তালা উপজেলার মাগুরা গ্রামের আসাদ মোড়লের ছেলে।

গতকাল শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তালার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের খলিশখালী হাজরাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে ঈদের মার্কেট শেষে দ্রুতবেগে মোটরসাইকেল চালিয়ে আসার সময় একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাবার পথেই তারা মারা যায়।

এদিকে একইদিন রাত ৮টার দিকে অপর এক দুর্ঘটনায় শেখ শাহীন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি তালা উপজেলার ধলবাড়িয়া এলাকার আব্দুল বারিক শেখের ছেলে। তালার মির্জাপুর বাজার থেকে কেনাকাটা করে মোটরচালিত ভ্যানযোগে আসার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় তার। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এবং তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//