Print Date & Time : 5 July 2025 Saturday 1:54 pm

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরাঃ সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙা বাজারে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম সুজাউদ্দিন সরদার (৪১)। তিনি কলারোয়া উপজেলার রায়টা গ্রামের মৃত গোপাল সরদারের ছেলে।

পুলিশ জানায়, সকালে সুজাউদ্দিন কলারোয়া থেকে সাতক্ষীরার উদ্দেশে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝাউডাঙা বাজারের পাশে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই মাথা থেতলে সুজাউদ্দিন মারা যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিতুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দৈনিক দেশতথ্য//এস//