Print Date & Time : 21 April 2025 Monday 1:11 pm

সাধু ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখোর লালন আখড়া বাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি : গতকাল (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে সাধক বাউল সম্রাট লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে লালন উৎসব। আজকে চলছে লালন উৎসবের দ্বিতীয় দিন। 

এ উৎসবকে ঘিরে কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়ার লালন আখড়া বাড়িতে বসছে লালন ভক্ত অনুসারী বাউলদের মিলন মেলা। তিন দিনের এ তিরোধান দিবসের উৎসব শুরুর এক সপ্তাহ আগে থেকেই লালন ভক্ত সাধু অনুসারী বাউল ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লালন আখড়া বাড়ি। এই আখড়া বাড়ির আঙিনা থেকে লালনের আধ্যাত্মিক গানের সুরের মুর্ছনায় মানবতার বাণী ও মতবাদের কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে লালন ভক্ত অনুসারীদের মাঝে। 

১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে লালন শাহের আখড়া বাড়ির আঙিনা ও মরা কালীগঙ্গা নদীর বুক চিরে গড়ে ওঠা বিশাল উন্মুক্ত মাঠে ভিন্ন ভিন্ন জায়গায় খন্ড খন্ড দলে বিভক্ত হয়ে আসন পেতে গান গাইছেন লালন ভক্ত সাধু অনুসারী বাউলেরা। তাদের গান শুনতে আখড়া বাড়িতে জড়ো হচ্ছেন নানা বয়সী নানা ধর্মের লাখো মানুষ। গানের মাধ্যমেই সাধু গুরু বাউলেরা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন লালনের আধ্যাত্মিক অহিংসু মানবতাবাদী বাণী ও তার মতবাদ এবং দর্শনের কথা। 

প্রথম দিন সূর্যোদয়ের পূর্বে গোষ্ঠ গানের মধ্য দিয়ে সুচনা হয় বাউল সাধুদের তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। আজ দ্বিতীয় দিনে সকালে বাল্য সেবা দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে সাধুরা তাদের আচার কার্য শেষ করবেন। এর পরই লালনের ভক্ত মূল সাধুরা ছাড়বেন লালনের আখড়া বাড়ি।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন শাহ ফকিরের মৃত্যর পর থেকে তার স্মরণে এভাবেই লালন তিরোধান দিবসের অনুষ্ঠান চলে আসছে। দাওয়াতের আয়োজন না থাকলেও দিন ক্ষণের হিসেব ঠিক রেখেই নিজেদের মতো আগে ভাগেই লালন আখড়া বাড়িতে চলে আসেন লালন ভক্ত সাধু অনুসারী বাউলেরা।

প্রতি বছরের মতো এ বছরেও লালন উন্মুক্ত মঞ্চের সামনের মাঠে বসেছে লালন মেলা। আর এই মেলায় নানারকম পণ্য ও খাবারের পশরা সাজিয়ে বসেছেন দোকানীরা। মেলা প্রাঙ্গণের দোকানগুলোতে দর্শনার্থীদের ভীরে সরগরম হয়ে উঠেছে। 

তিন দিনব্যাপী লালন তিরোধান দিবসের অনুষ্ঠানের আয়োজনে কালীগঙ্গা নদী পাড়ের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় লালনের জীবনী নিয়ে বিশিষ্ট জনেরা আলোচনা করবেন। আলোচনা শেষে লালন একাডেমির শিল্পী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লালন গানের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করছেন। এই গানের আসর চলছে মধ্য রাত পর্যন্ত।

লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য ও লালন অনুসারী ভক্ত সাধু এবং দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে ২৪ ঘণ্টা নজরদারীর ব্যবস্থা। মেলা প্রাঙ্গণ ও এর আশে পাশের এলাকায় মোতায়েন রয়েছে আট শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

লালন তিরোধান দিবস উপলক্ষে লালন উন্মুক্ত মঞ্চে তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রথম দিনে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে লালন উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার। 

আজকে দ্বিতীয় দিনে লালন উৎসবের আলোচনা অনুষ্ঠানে আলোচনা করবেন বিশিষ্ট গবেষক কলামিস্ট ফরহাদ মজহার।

১৭ অক্টোবর শুরু হওয়া এই লালন তিরোধান দিবসের উৎসব চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। 

এহ/18/10/24/ দেশ তথ্য