Print Date & Time : 15 July 2025 Tuesday 2:19 am

সাপাহারের আজিম বাবু’র মৃত্যু

নওগাঁর সাপাহারের কোচকুড়লিয়া গ্রামের ফেরদৌসী মৎস্য খামারের প্রতিষ্ঠাতা আজিম উদ্দীন (আজিম বাবু) (৯৫) মৃত্যুবরণ করেছেন। (ইন্না………………….রাজিউন।

শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে তার নিজের বাড়িতে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ৩ছেলে ৪মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তার নিজ গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারক কবর স্থানে মরহুমের লাশ সমাহিত করা হয়।
উল্লেখ্য যে গত ১৩অক্টোবর/২৩ইং তারিখে তার জীবন সঙ্গীনীও এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। স্ত্রীর কবরের পাশেই মরহুমের লাশ সমাহিত করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//