সাপাহার( নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তি রসুল পুর গ্রামে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মালিক শাহিন আলম জানান। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৪ টার দিকে ওই গ্রামের মসজিদের ইমাম সাহেব ফজরের আযান দেয়ার জন্য ওই বাড়ির পাশ দিয়ে মসজিদে যাওয়ার পথে বাড়ির টিনের চালে আগুন দেখতে পান। এসম তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন জানতে পারেন। তাৎক্ষণিক মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে ওই বাড়ির লোকজন কে অক্ষত অবস্থায উদ্ধার করেন ও পুকুরে পানি সেচের পাম্প সেট করে প্রায় পৌনে এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
এদিকে পত্নীতলা ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌছার আগেই জনতা আগুন নিয়ন্ত্রন করেন। এ ঘটনায় কোন মানুষ হতাহত হয়নি।
স্থানীয় লোকজন জানান দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রনের সংবাদ পেয়ে রাস্তা থেকে ফিরে গেছে। ভয়াবহ অগ্নিকান্ডে ওই দোতলা মাটির বাড়ির উপর তলার চারটি কক্ষ সম্পুর্ণ ভস্মীভূত হয়।
এদিকে ঘরে রাখা পবিত্র আলকোরআন মাজিদ অক্ষত অবস্থায় পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের দাবি অগ্নিকান্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post