Print Date & Time : 9 October 2025 Thursday 7:38 am

সাপাহারে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়নের লক্ষিপুর এলাকায় আম বাগানের ভিতর থেকে ষাটোর্ধ এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসীর সংবাদে মঙ্গলবার দুপুরে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরের দিকে এলাকার কতিপয় বালক লক্ষিপুর আমবাগানের ভিতরে অবস্থিত দরগা তলা নামক পুকুর পাড়ে ভেড়া ছাগল চড়াতে গিয়ে পুকুর পাড়ের নিচে আম বাগানের মধ্যে পেটের নাড়ীভুঁড়ি কাটা ষাটোর্ধ অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা বাগান হতে বেরিয়ে এসে লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী বিষয়টি স্থানীয় থানা পুলিশকে সংবাদ দেয়।
সাপাহার থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পেট কাটা নাড়ী ভুঁড়ি বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি।
এব্যাপারে সাপাহার থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দীন জানান এখনও মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো ও থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।