Print Date & Time : 12 May 2025 Monday 5:01 pm

সাপাহারে আগাছা নাশক স্প্রে করে বোরো চারা নষ্ট

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁয় এক কৃষকের বোরো বীজতলায় পুর্ব শক্রুতার জের ধরে কে বা কারা আগাছা নাশক স্প্রে করে ধানের চারা পুড়িয়ে ফেলেছে।

ক্ষতিগ্রস্ত বোরো চাষি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের বাদ উপরইল গ্রামের জুয়েল রানা জানান, তার ১০/১৫ বিঘা জমিতে চলতি মৌসুমে বোরো ধান চাষাবাদের লক্ষে তিনি এবার বীজতলায় উচ্চ ফলনশীল জাতের বোরো ধান বীজ বপন করেন। ধানের চারা রোপনের উপযুক্ত হওয়ার পুর্ব মুহুর্তেই ৩/৪ দিন পুর্বে কে কারা রাতের অন্ধকারে তার বীজ তলায় আগাছা নাশক স্প্রে করে পালিয়ে গেছে ।
এদিকে কুয়াশা কেটে রোদ দেখা দিলে বীজতলার চারা শুকিয়ে বিবর্ণ হতে শুরু করে।

কৃষি বিভাগকে বিষয়টি অবগত করলে উপজেলা কৃষি বিভাগের তিলনা জামালপুর ব্লকের দায়িত্বে নিয়োজিত উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাকিম হোসেন মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত ওই বীজতলা পরিদর্শন করেন। তিনি বীজতলার অবস্থা দেখে প্রাথমিক ভাবে ওই বীজতলায় আগাছা নাশক স্প্রে করা হয়েছে বলে সাংবাদিকদের জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//