Print Date & Time : 12 May 2025 Monday 4:57 am

সাপাহারে আত্মকর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ ও উদ্যোক্তা তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে কৈশোর কর্মসূচির আওতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সাপাহার শাখার আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগীতায় উপজেলা পরিষদ হল মিলনায়তনে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। সভাপতিত্ব করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সাপাহার শাখার এরিয়া ম্যানেজার মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান।
এসময় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সাপাহার শাখার কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান সহ কিশোরী ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//