Print Date & Time : 21 August 2025 Thursday 10:59 am

সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগীতা ও মহিলা বিয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুম এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার আবদুল্যাহ আল মামুন এর সভাপতিত্তে অনুষ্ঠিত ওই নারী দিবসের আলোচনা সভায় দিবসের তৎপর্য তুলে ধরে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়াম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আমেনা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের প্রধানগন ও এনজিও প্রতিনিধিগন সেখানে উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//