Print Date & Time : 11 May 2025 Sunday 10:10 pm

সাপাহারে আর্ন্ততিক জীববৈচিত্র দিবস উদযাপন

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহাওে জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে রোববার বিকেলে মধইল বাজারে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বক্তাগণ জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে,সংরক্ষণের জন্য সরকারের সাথে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি জবই বিল সহ উপজেলার জীববৈচিত্র সংরক্ষণে কাজ করতে অঙ্গীকার হন।
সভাপতি সোহানুর রহমান সবুজ তার স্বাগত বক্তব্যে খাদ্য মন্ত্রীসাধন চন্দ্র মজুমদারকে জবই বিলে দেশের জীববৈচিত্র সংরক্ষিত ও পর্যটন সমৃদ্ধ করার দাবি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা জাহিদুর রহমান, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জান টিটু,
আইহাই ইউনিয়ন আওয়ামী লীগ জনাব সাদেকুল রহমান, সাধারণ সম্পাদক মোকতার হোসেন, ডা.মোজাম্মেল হক, খায়রুল ইসলাম, সমাজসেবী মনিরুল ইসলাম, মৎস্য জীবি প্রতিনিধি মমতাজ আলী, ।
অনুষ্ঠানে সহযোগিতা করেছেন বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন ও বন বিভাগ।

দৈনিক দেশতথ্য//এল//