সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ( দ্বিতীয় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং করেছে।
বুধবার (২০ জুলাই) বেলা ১২ টায় সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার আব্দুল্যাহ আল মামুন তার লিখিত বক্তব্যে জানিয়েছেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ২১ তারিখে প্রধানমন্ত্রী কর্তৃক তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত থাকবেন।
এ সময় উপজেলা পরিষদ মিলনায়তন প্রান্তে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, জেলা প্রশাসক খালেদ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান শাহাজাহান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সুফলভোগীর উপস্থিতিতে ওই দিন সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হবে। কেন্দ্রীয় অনুষ্ঠান হতে সরবরাহকৃত ভিডিও চিত্র ও স্থানীয় ভাবে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন এবং গণভবন থেকে প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করা হবে।
আর//দৈনিক দেশতথ্য//২০ জুলাই-২০২২//

Discussion about this post