সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ১১মে/২৫ তারিখের ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর গণ সমাবেশ সফল করতে সাপাহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় সাপাহার প্রেসক্লাবে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মো: আশরাফুল ইসলাম। সাপাহারে চরমোনাইয়ের পীর সাহেবের ১১মে”র গণ সমাবেশকে সফল করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সকলের শান্তিপুর্ণ সাহায্য সহযোগিতা কামনা করেন। এসময় সাপাহার শাখার সভাপতি খন্দকার মো: ফারুক আহমেদ, দড় সেক্রেটারী মো: আব্দুল হালিম, সিনিয়র সহ সভাপতি হাফেজ মাও: রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. দেলোয়ার হোসেন যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান, সাবেক সভাপতি বেলাল হোসেন সহ ইসলামী আন্দোল বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার প্রায় অর্ধশত সদস্য ও প্রেসক্লবের সাংবাদিক বৃন্দ উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Discussion about this post