সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ “সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগান নিয়ে উদ্বুদ্ধকরণ ও নিবন্ধন প্রাক-প্রশিক্ষণ এবং সদস্য যাচাই বাছাই করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০ টায় সাপাহার উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত- প্রস্তাবিত সাপাহার উপজেলা রাসায়নিক সার ও বালাইনাশক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উক্ত অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি: হিসেবে উপজেলা সমবায় পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, তিলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান কল্লোল,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সাপাহার উপজেলা রাসায়নিক সার ও বালাইনাশক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ মোকসেদ আলী।অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

Discussion about this post