Print Date & Time : 29 August 2025 Friday 10:14 am

সাপাহারে উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সমৃদ্ধি উন্নয়ন মেলা ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে উপজেলা রিক অফিসে পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিক-এর সাপাহার এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম।

অনুষ্ঠান আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা অংশ নেয় নানা ক্রীড়া প্রতিযোগিতায়। পরে বিজয়ীদের মাঝে এবং সমাজসেবা, ক্রীড়া, সাংবাদিকতাসহ সামাজিক কার্যাক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় ১০ টি স্টলে প্রদর্শিত হয় কৈশোরবান্ধব বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক উপস্থাপনা।

অনুষ্ঠানে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, সিনিয়র ম্যানেজার (মনিটরিং) রিক কেন্দ্রীয় কার্যালয় আব্দুল আলিম, জোনাল ম্যানেজার রিক দিনাজপুর জোন ওলিউল ইসলাম, স্থানীয় সমাজসেবী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম রনি জানান, এই ধরনের আয়োজন কিশোরদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।