Print Date & Time : 17 July 2025 Thursday 8:12 am

সাপাহারে একই রাতে দুই স্থানে চুরি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে একই রাতে দু’টি স্থানে চুরি সংঘটিত হয়েছেজানা গেছে গত শুক্রবার দিবাগত রাতে চোরেরদল উপজেলার শিমুল ডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (মাস্টার) এর বাড়ীর ইটের প্রাচীরে সিঁদ কেটে ৩টি গরু চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা এবং পাশ্ববর্তী মদনশিং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে খনন কাজে ব্যবহৃত দু’টি এসকেভেটর (ভেকু মেশিন)এর কাঁচ ভেঙ্গে ৪টি শক্তিশালী ব্যাটারী যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে।
রফিকুল ইসলাম মাস্টার জানান যে, তার বাড়ীর ইটের প্রাচীরে সিঁদ কেটে বাড়ীর ভিতরে প্রবেশ করে এবং তার গোয়াল ঘরে থাকা ৩টি গরু চুরি করে নিয়ে যায়।
এছাড়া এসকেভেটরের মালিক পাবনা জেলার রনজু শেখও মহাদেবপুর উপজেলার আলমগীর জানান যে, গভীর রাতে চোরেরা তাদের মেশিনের গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দু’টি মেশিনের মধ্যে থাকা শক্তিশালী ৪টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। সকালে পুনরায় কাজ করতে গিয়ে তারা বিষয়টি জানতে পারে।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এর সাথে কথা হলে তিনি জানান যে, এখনও থানায় কোন অভিযোগ আসেনি তবে এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//