সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে কাজল রেখা (৩৩) নামেএক নারীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল)সাপাহার থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নির্যাতিত ওই নারীর ছোট ভাই নুর আলম।দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানাযায়, গত সোমবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টার দিকে রায়পুর গ্রামের মোঃ আঃ রহমানের মেয়ে ও একই গ্রামের এনামুল এর স্ত্রী কাজল রেখা রাজহাঁস চরানোর জন্য বাড়ীর পাশে কবরস্থানের নিকট জনৈক দেলোয়ার হোসেনের আম বাগানে যায়। এসময় পারিবারিক কলোহের জেরে মামলার আসামি মতিবুর, রমজান সহ আরও দুই তিন জন মিলে কাজল রেখাকে মারধোর করে। এতে করে কাজল রেখা গুরুতর আহত হয় । পরে কাজলের পরিহিত কাপড় টানা হেচড়া করে প্রায় বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন ও শ্লীলতাহানি ঘটায়। নির্যাতিতা নারীর ডাক চিৎকারে আসেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে নির্যাতিত ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে বড় বোনের এ অমানুষিক নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করে চরম বিপাকে পড়েছে ছোট ভাই নুর আলম ও তার পরিবার। বাদী নুর আলম জানান মামলা তুলে না নিলে আসামিগণ বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরর করার হুমকি দিচ্ছে বলে সে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
এ বিষয়ে শিরন্টী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরাহান উদ্দীনের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি লোক মূখে শুনেছি। যেহেতু এঘটনায় থানায় মামলা হয়েছে আমার করণীয় কিছু নাই। আমার নিকট কেউ কোন অভিযোগও করেনি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার পর নির্যাতিতা কাজল রেখার ভাই বাদি হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা অব্যহত আছে বলেও তিনি জানান।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post