সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে প্রতিবন্ধী বিদ্যালয় ও এতিমখানা মাদ্রাসায় শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে ৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
বিতরণ অনুষ্ঠানে সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য্য সহকারী আবুল কাশেম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ১৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে উক্ত শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
\দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post