Print Date & Time : 1 September 2025 Monday 2:25 pm

সাপাহারে কাঁচা বাজারে দখলদারির মহোৎসব, জনদুর্ভোগ চরমে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা সদরের কাঁচা বাজার, মুরগি বাজার রাস্তা, কাপড়পট্টি ও মুদিপট্টি এলাকাজুড়ে চলছে নিয়ন্ত্রণহীন দখলদারিত্ব। বাজার এলাকার সরকারি মার্কেট, সেড ও রাস্তার আশপাশে অবৈধভাবে দোকান ও স্থাপনা গড়ে তোলায় তৈরি হয়েছে বিশৃঙ্খলা। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন পথচারী, ক্রেতা, স্কুলগামী শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মূল সেড ও দোকানের নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত জায়গা দখল করে সাটার বসানো, সীড দিয়ে ঘেরা স্থাপনা নির্মাণসহ বিভিন্নভাবে সরকারি নকশা লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। কোথাও কোথাও রাস্তার একাংশ দখল করে দোকান বসানোয় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

ফলে ভ্যান, অটোরিকশা কিংবা জরুরি যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে শনিবার সাপ্তাহিক হাটের দিন অনেক স্থানে ত্রেতা ও পথচারীদেরও হাঁটার মতো জায়গা থাকছে না। এতে করে শুধু জনদুর্ভোগই বাড়ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা ও সরকারি অবকাঠামো। বাজার এলাকার বাণিজ্যিক পরিবেশও ভেঙে পড়েছে বলে অভিযোগ অনেকের।

জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বাজার ব্যবস্থাপনা শৃঙ্খলার বিষয়ে নোটিশ দেওয়া হলেও তা উপেক্ষা করেই চলছে এই অনিয়ম। স্থায়ীভাবে সেড দখল ও রাস্তায় দোকান বসানো যেন একপ্রকার নিয়মে পরিণত হয়েছে।

স্থানীয় সচেতন ব্যবসায়ী ও নাগরিকরা জানান, দিনের পর দিন চলমান এই অনিয়মের কারণে জনদুর্ভোগ বাড়ছে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব প্রকট হয়ে উঠছে। তাঁদের মতে, বাজার এলাকার স্বাভাবিক চলাচল ও পরিবেশ ফিরিয়ে আনতে একটি সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

এ বিষয়ে জানতে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মন্তব্য পাওয়া গেলে প্রতিবেদন হালনাগাদ করা হবে।