Print Date & Time : 11 May 2025 Sunday 11:05 am

সাপাহারে গৃহবঁধুর চুল কেটে মধ্যযুগীয় নির্যাতন

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি:নওগাাঁর সাপাহারে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় রহস্য জনক ভাবে সুন্দরী খাতুন(২০) নামের এক গৃহবধুর মাথার চুল কেটে ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অমানবিক ঘটনাটি সাপাহার উপজেলার আইহাই দিঘিপাড়া গ্রামে গত মঙ্গল বার দিবাগত মধ্যে রাতে ঘটেছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে,উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট হাজ্বী পাড়ার বাবু শেখের কন্যা সুন্দরী খাতুনের সাথে প্রায় ৪ বছর পুর্বে একই উপজেলার আইহাই দিঘিপাড়া মোড়ের বাসিন্দা আশরাফ আলীর ছোট ছেলে জোবায়ের হোসেনের বিয়ে হয়।
জোবায়ের পেশায় একজন নির্মান শ্রমিক ফলে জীবিকার তাগিদে বিয়ের পর থেকে স্ত্রী সুন্দরী খাতুন কে রেখে সে চট্রগ্রামে অবস্থান করেন। কয়েকদিন আগে সে (ওই গৃহবধু) আইহাই গ্রামে তার শ্বশুর বাড়িতে আসে।
ঘটনার দিন গত মঙ্গলবার দিবাগত রাতে গৃহবঁধু সুন্দরী খাতুন ননদ কে সাথে নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমন্ত অবস্থায় যেন তার মাথার চুল গোছা ধরে কেটে ঘরের মেজেতে ফেলে রেখেছে।
এ ঘটনা নিয়ে রাতেই ওই পরিবারের অন্য সদস্যদের সাথে গৃহবঁধুর চরম বাকবিতন্ডা শুরু হয়। গৃহ বধু তার এ অবস্থার কথা সকালে বাবার বাড়ির লোকজনকে জানান।
চেয়ারম্যান তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় থানায় অবগত করেন ও তাকে থানায় পাঠিয়ে দেন। নির্যাতনের শিকার মেয়েকে উদ্ধারের জন্য সুন্দরীর মা গোল চেহারা বেগম থানায় লিখিত অভিযোগ দাখিল করলে অভিযোগের প্রেক্ষিতে থানার এস আই জিন্নাতুল ইসলাম সঙ্গিয় ফোর্স সহ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে তদন্ত পুর্বক নির্যাতিত গৃহ বঁধু সুন্দরী খাতুন কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নিতে তার মায়ের জিম্মায় দেন। এ বিষয়ে ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই জিন্নাতুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ওই গৃহবঁধুর মাথার কিছু কাটা চুল উদ্ধার করা হয়েছে। উল্লেখিত ঘটনার সুষ্ঠ তদন্ত পুর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩৪২,৩২৬,৫৩৪ ধারা মোতাবেক গতকাল দিবাগত রাতে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বার -৫,জড়িত আসামীদের গ্রেফতারে থানা পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

দৈনিক দেশতথ্য//এল//