Print Date & Time : 23 August 2025 Saturday 10:56 pm

সাপাহারে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ সাপাহারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং ও অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠান কে অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেন বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার খোট্টাপাড়া মোড়ে ২টি ওষুধের দোকানে মেয়াদ উয়াদোত্তীর্ণ ওষুধে এবং ২টি মুদি দোকানে যৌন উত্তেজক সিরাপ রাখার দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন থানার এস.আই মানিক হোসেন, সেনেটারী ইন্সেপ্টেক্টর শওকত আলী প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//