সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্য বাহী জবই বিলে মৎস্য আহরণের উদ্বোধন করা হয়েছে।
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়ালি এই মৎস্য আহরনের উদ্বোধন ঘোষনা করেন।
রোববার সকাল ১০ টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে বিলের পশ্চিম প্রান্তে অবস্থিত পাহাড়ীপুকুর স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাপাহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির প্রমুখ।
কৃষি অফিসার মনিরুজ্জামান টকির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভীন,মৎস্য জীবি প্রতিনিধি মোন্তাজ আলী, সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্য জীবিগন,ক্ষুদ্র নৃগোষ্ঠী ভেড়া পালনের উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্টির ২৩৩ জন সুফল ভোগীর আত্মসামাজিক উন্নয়ন ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত সাপাহার প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি জনের মাঝে ২ টি করে ভেড়া ২ টি ঢেউটিন ৪ টি পিলার ৫ টি ফ্লোর বিতরণের শুভ উদ্বোধন করেন।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post