সাপাহার (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে ৩ জন রক্তাক্ত জখম করেছে ।
স্থানীয় থানায় দাখিলকৃত অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার গোপালপুর হরতকী গ্রামের আকতারুল ইসলাম দিং এর সাথে তার চাচাত ভাই আব্দুর রাকিব গং এর একটি পুকুর ও জমি নিয়ে দীর্গদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ২মে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আকতারুল তার ছোট ভাই সাকিম ও ভগ্নীপতি তরিকুল ইসলাম ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ আব্দুর রাকিবের লোকজন অতর্কিত ভাবে তাদেন উপর হামলা চালায়।এসময় তারা প্রাণ ভয়ে পাশের আঃ মালেক এর বাড়িতে আশ্রয় নেয়।
প্রতিপক্ষের লোকজন বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লোহার রড ও ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তিন জনকে রক্তাক্ত জখম করে।
এ সময় পকেটে থাকা ১৫৫০০০/- টাকা হামলাকারীরা কৌশলে বের করে নেয়। হামলার শিকার আকতারুল, সাকিম ও তরিকুলকে আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাৎক্ষণিক সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনার সাথে জড়িত আব্দুর রাকিব পিতা-আঃ লতিফ, সাইদুর, পিতা-মৃত আ. রহমান, বারিক মুনির (৪৭), আরিফ সর্ব পিতা-আঃ লতিফ, আঃ ওহাব, পিতা-মৃত রাজ্জাক, মোস্তাকিন পিতা-আঃ লতিফ,মোঃ জহুরুল মোঃ সাহাদাত (২০) উভয় পিতা-মোঃ মোস্তাকিন এর বিরুদ্ধে স্থানীয় থানায় আহতদের ছোট ভাই জিয়াউর রহমান বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে প্রতিপক্ষের আব্দুর রাকিব জানান যে ওই সম্পত্তি তারা ২০১৪ সানে চাচা শরিফ এর নিকট থেকে ক্রয় করেছেন। দলিলে আকতারুল নিজেও একজন সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেছেন।
দাতার মৃত্যুর পর তারা আবার সেই সম্পত্তি জবর দখলে নিতে আসলে সংঘর্ষের সৃষ্টি হয়।
এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন বলে অফিসার ইনচার্জ ওসি আব্দুল আজিজ জানান।