Print Date & Time : 21 August 2025 Thursday 8:36 pm

সাপাহারে জীববৈচিত্র সংরক্ষণে সভা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে  জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় বন অধিদপ্তর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে এবং জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় জনগন, জনপ্রতিনিধি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণে আগ্রহী ব্যক্তিবর্গদের সমন্বয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল। প্রধান আলোচক হিসেবে বন্যপ্রাণী সংরক্ষণের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী’র বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ কমিটির উপদেষ্টা ইস্ফাত জেরিন মিনা,  বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান প্রমূখ।  

দৈনিক দেশততথ্য//এল//