সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ৪১ জন ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হাপানিয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ অর্থায়ানে উপস্থিত ৪১ জন কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে একটি করে টিফিন বক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এর আগে বিদ্যালয়ের পরিদর্শন বহিতে স্বাক্ষর এবং শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার গুরুত্ব তুলে ধরে মতবিনিময় করেন তিনি।
এসময় উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, টিচার্স রিসোর্স সেন্টারের ইষ্ট্রাক্টর জাহাঙ্গীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, হাপানিয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইসমত আরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post