নওগাঁর সাপাহারে ৩০০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোদাচ্ছেরুল ইসলাম(৩৫) নামের একজন ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ও জীবন্ত ২টি গাঁজা গাছ সহ রয়েল হোসেন ওরফে কাহু (৪১) নাম দুই মাদক ব্যবসায়িকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে থানা পুলিশের এসআই মানিক হোসেন, এসআই মুস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় টেপেন্ডাডল ট্যাবলেট সহ জেলার মান্দা উপজেলার মইনম গ্রামের মুজাহারুল ইসলামের ছেলে মোদাচ্ছেরুল ইসলাম (৩৫) কে হাতে নাতে আটক করে। আটক মোদাচ্ছেরুল ইসলাম পেশাগত ভাবে ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
এই ঔষধ বিক্রয়ের পাশাপাশি বিভিন্ন দোকানে সে এধরনের অবৈধ নেশা জাতীয় ট্যাবলেট নিরাপদে সরবাহ দিয়ে আসছিল। অপরদিকে ওইদিন রাত আড়াইটার দিকে এসআই মুস্তাফিজুর রহমান, এস আই রবিউল, এএসআই হারুন অর রশিদ সঙ্গীও ফোর্স সহ উপজেলা শিরন্টি ইউনিয়নের রাইপুর গ্রামের পুর স্কুল পাড়ায় অভিযান চালিয়ে দুটি গাঁজার জীবন্ত গাছ সহ ওই গ্রামের শামসুদ্দিনের ছেলে রয়েল হোসেন ওরফে কাহু (৪১) কে আটক করতে সক্ষম হয়। এছাড়া অপর একটি অভিযানে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে পুলিশ গ্রেপ্তার করে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মাহমুদ জানান,মাদক সহ আটক দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//

Discussion about this post