Print Date & Time : 24 August 2025 Sunday 11:16 pm

সাপাহারে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সভা

রাশেদুজ্জামান, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ আয়োজনের লক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান প্রামানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশল জনস্বাস্থ্য প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ ওমর আলী, সাপাহার থানার এস.আই আজিজুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//