সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ১দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্ভাবনী অলিম্পিয়াড উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠান রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত প্রেস ব্রিফিং এ স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে মেলায় বিষয় ভিত্তিক ৪টি প্যাভিলিয়নে উদ্ভাবন ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান সমূহে সেবা প্রদান নিশ্চিত সহ মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিষয়ক সেমিনার, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর প্রেস বিফিং করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আব্দুল্যাহ আল মামুন।
এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু এবং স্থানীয় বিভিন্ন গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//