সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: সাপাহার উপজেলার বাঘাপুকুর গ্রামে প্রতিপক্ষের হামলায় লিপি আরা (২৮) ও তানজিমুল ইসলাম(৩৬) নামের এক দম্পতির উপর নির্যাতনের অভিযোগ উঠেছে।
স্থানীয় থানায় দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে সোমবার সকাল ১০ টার সময় আইহাই বাঘাপুকুর গ্রামের বাসিন্দা তানজিমুলের বাড়ির বারান্দার উপর দিয়ে একই গ্রামের মৃত আবুল ফকিরের ছেলে মমিন ওরফে লালা ৮/১০টি গরু নিয়ে যায় এ সময় তানজিমুলের স্ত্রী লিপি আরা তাকে নিষেধ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়।এক পর্যায়ে লালার ডাক চিৎকারে একই গ্রামের আলো (৪৫) আনারুল(৪৫) ও তার ছেলে হাবিবুর(২৮) ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় তারা গৃহবঁধূ লিপি আরাকে জোরপুর্বক বাড়ি থেকে ধরে মাঠের মধ্যে নিয়ে তাকে বাঁশ দিয়ে এলাপাতাড়ী মারধর করে শ্লীলতাহানী ঘটায়। সংবাদ পেয়ে আহত স্ত্রীকে উদ্ধারের জন্য স্বামী তানজিমুল ইসলাম ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা তাকেও মারধর করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করায়।এ ব্যাপারে সাপাহার থানায় জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে নির্যাতনের শিকার ওই গৃহবঁধুর স্বামী তানজিমুল ইসলাম। এ বিষয়ে থানার ডিউটি অফিসার এস আই জেসমিন বলেন,দুটি অভিযোগ দাখিল হয়েছে বলে তিনি জানান।
দৈনিক দেশতথ্য//এল//