Print Date & Time : 13 May 2025 Tuesday 11:41 pm

সাপাহারে দুস্থ পরিবারের মাঝে টিন ও চেক বিতরন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ অসহায় ৫৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণায়লয় এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে উপজেলার ৫৬টি পরিবারের মাঝে ১২০ বান্ডিল ঢেউটিন ও ৩লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এপি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ ওসি) পলাশ চন্দ্র দেব, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খাতুন, ভাইস চেয়ারম্যান নঈমুদ্দীন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//