সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নে দুস্থ শীতার্ত প্রবীণদের মাঝে শীত বস্ত্র হিসেবে (কম্বল) বিতরণ করা হয়েছে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে সোমবার বিকেল ৫ টায় পরিষদ মিলনায়তনে ইউনিয়ন প্রবীণ ইউনিটের সভাপতি হাসান মাস্টারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান (জামান)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ম্যানেজার এস এ হালিম, প্রবীণ কল্যাণ কর্মসূচি রিক কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা মোঃ ফারুক রহমান,রাজশাহী জোনাল ম্যানেজার মোঃআজিজার রহমান, সাপাহার এরিয়া ম্যানেজার রাজিব খান, কারিগরি কর্মকর্তা (কৃষি)বকুল শাহ, গোয়ালা শাখা ব্যবস্থাপক,বারিউল ইসলাম প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post