Print Date & Time : 5 July 2025 Saturday 6:50 pm

সাপাহারে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের দায়ে গ্রেফতার ১০

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি ১০ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলা সদরের বিভিন্ন মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিং গ্রামের আব্দুল গনির ছেলে সাকিব হাসান (২৯), পিছলমধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান (২২), মানিকুড়া গ্রামেরআজিজুল হকের ছেলে কামাল হোসাইন (২৩) ও রাশেদুল হকের ছেলে আরিফুলইসলাম(২৭), জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), খুদরামবাটি (মহিলিপুর) গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন(২৮), বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আব্দুল মাজেদ (২৮) এবং পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার সারাইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত (২৮)। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা বলেন, গোপন সংবাদেও ভিত্তিতে সাপাহার উপজেলা সদরের বিভিন্ন মার্কেট এলাকায় অভিযানে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান বলেন, আটকদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//