সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পুকুরের পানিতে ডুবে রিয়াজুল জান্নাত (রিমি) নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত শিশু সাপাহার উপজেলার মদনশিং গ্রামের রাজু হোসেন ও আরিফা খাতুনের মেয়ে।
জানা গেছে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে অবুঝ শিশু রিমি সকলের অজান্তে বাসা হতে খেলতে বের হয়ে বাড়ীর পাশের্^র একটি পুকুরে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষন পরে শিশুটিকে কোথাও না পেয়ে বাড়ীর লোকজন চারিদিকে খোঁজাখুজি শুরু করে দেয়। পরে পুকুর হতে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post