Print Date & Time : 26 August 2025 Tuesday 7:44 pm

সাপাহারে পুকুর খননে বাধার ঘটনায় মামলা

সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের মালিপুর গ্রামে  চাঁদা না পেয়ে ভোগদখলীয় পুকুর খননে বাধা প্রদান ও মারপিটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের হয়েছে।

সাপাহার থানায় দায়ের করা মামলার  এজেহার সুত্রে জানাগেছে, বগুড়া জেলার আদমদিঘী থানার নশরতপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৫৫), সাপাহার উপজেলার মালিপুর মৌজার,জেএল নং-৩৪, আরএস খতিয়ান নং-১৯১, দাগ নং-৭২  জমির পরিমান ৮৯ শতক জলা সহ একটি পুকুর কিনে প্রায় ১০ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন।

গত ১৯ মে পুকুরের গভীরতা বৃদ্ধির জন্য ভেকু মেশিন দিয়ে খনন করতে গেলে ওই গ্রামের ফিরোজ(৩০) ও  হাই বাবু (২৫) এর নেতৃত্বে অজ্ঞাতনামা ২০/৩৫ জন বাধা প্রদান করেন। তারা দাবী করে যে, ওই পুকুরে / মাটি খনন করতে হলে তাদেরকে পুকুরের ১০ শতাংশ জমি লিখে  দিতে হবে। তা না দিলে ১০,০০০০০ (দশ লক্ষ) টাকা চাঁদা দিতে হবে। পুকুর মালিক জমি বা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা হুমকি ধামকি দিতে থাকে।

আহত আফরোজা বেগম

উল্লেখ্য যে তারা চাঁদা না পেয়ে পুকুর মালিকের শ্যালক মোঃ দেলোয়ার হোসেনকে ধাওয়া করে। চাচী শাশুড়ী আফরোজা বেগম বাধা দিলে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। চাচা শ্বশুর আমিরুল ইসলাম ঘটনাস্থলে গেলে মারপিট করে আহত করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। আহত চাচী শাশুড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় জড়িতদের বিরুদ্ধে গতকাল শুক্রবার সাপাহার থানায় একটি মামলা দায়ের হয়েছে।  জড়িতদের গ্রেফতারে থানা পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানিয়েছেন।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১৮,২০২৩//