সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গন থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রশাসন চত্ত্বর হয়ে বিদ্যালয় চত্ত্বরে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। বাংলাদেশ লুথারেন মিশন-ফিন্নিশ (বি.এল.এম.এফ) (সেফ প্রকল্প) প্রতিবন্ধী ও পুষ্টি নওগাঁ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার গনেশ মুর্মু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা,অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post