Print Date & Time : 12 May 2025 Monday 2:56 am

সাপাহারে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

সাপাহার( নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সার্বিক তত্ত্বাবধান এবং বাস্তবায়নে সেমিনারও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সায়েন্টিফিক অফিসার নাজিম উদ্দিন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহা, রুহুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//