Print Date & Time : 4 July 2025 Friday 11:17 pm

সাপাহারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী,জেলা পরিষদের সদস্য ইসফাত জেরিন মিনা, থানার সাব-ইন্সেপেক্টর মুকুল হোসেন সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//