Print Date & Time : 21 July 2025 Monday 4:45 am

সাপাহারে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাপাহারন(ওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র উদ্যেগে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) সুন্দরইল বিওপির সামনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ১৬ বিজিবি’র সিও লেঃ কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান পিপিএম. পিএসসি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রায়হান কবির,আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু,সুন্দরাইল বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবু তালেব, ইউপি সদস্য দেলোয়ার হোসেন সরকার,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ, মসজিদের ইমাম, পুরহীত,সাংবাদিকগণ,সহ এলাকার সচেতন জনসাধারন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সীমান্ত হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী শিশু পাচার রোধ মাদক চোরাচালান ও মাদকাসক্তদের প্রতিরোধে কঠোর হুসিয়ারী দেয়া হয়।